Bike Tips and Tricks

মোটরবাইকের মালিকানা পরিবর্তন আইন, ফরম ফি ও যাবতীয় তথ্য

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের পদ্ধতি

Motorcycle malikana poriborton : যাদের নতুন বাইক কেনার সামর্থ্য থাকে না, তারা অনেকে পুরাতন বাইক কিনে থাকেন। এক্ষেত্রে পুরাতন গাড়ি বা বাইক কিনলে মালিকানা পরিবর্তন করাটা জরুরি হয়ে পড়ে। সেকেন্ড হ্যান্ড মোটরবাইক বা পুরাতন বাইক কিনে মালিকানা পরিবর্তনের জন্য কি কি করা লাগে, মোটরযানের মালিকানা বদলী ফি কত ও মালিকানা বদলী ফরম, আইন কি বলে ইত্যাদি বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল:

একটি মোটর যান বা বাইক এর মালিকানা পরিবর্তনের জন্য নিম্নোক্ত ফর্ম গুলো লাগে:

প্রথমত, একটি ফরম-টিও লাগবে। এরপর, ফরম-টিটিও লাগবে। আর আপনি যে বাইক বিক্রম করবেন এজন্য একটি বিক্রয় রসিদ লাগবে। সবশেষে, OWNER’S PARTICULARS/SPECIMEN SIGNATURE লাগবে।
(উপরে দি ফর্ম গুলোর লিংক দেয়া আছে, ডাউনলোড করে নিন)
তাছাড়াও, ১৫০ টাকা সম মূল্যের ২টি স্ট্যাম্প লাগবে। যেখানে আপনার যানের যাবতীয় তথ্য ও ক্রেতা-বিক্রেতার সকল তথ্য লিপিবদ্ধ করে ক্রেতা ও বিক্রেতার পক্ষে ২টি হলফনামা লিখতে হবে।

করণীয়:

উপরোক্ত ফর্মগুলো ডাউনলোড করে সঠিকভাবে পুরণ করে নমুনা স্বাক্ষর ফর্মে নমুনা স্বাক্ষর দিয়ে প্রয়োজনীয় ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করবে।

এছাড়া মনে রাখবে, গাড়ীসহ ক্রেতা ও বিক্রেতা হাজির হয়ে বাড়তি যে জিনিসগুলো লাগবে:-

ক্রেতা ও বিক্রেতার ছবি, ক্রেতা ও বিক্রেতার ন্যাশনাল আইডির ফটোকপি, ক্রেতা ও বিক্রেতার TIN নম্বরের ফটোকপি, TAX টোকেন এর আপডেট ফটোকপি, ফিটনেস এর আপডেট ফটোকপি, ২০০টাকার ক্রেতার ও বিক্রেতার স্ট্যাম্প ও মালিকানা বদলীর ফি যা ব্যাংক জমা দিয়ে রশিদ কার্য সম্পাদন করতে হবে।

বর্তমানে মালিকানা পরিবর্তন করতে যেসব খরচ লাগবে সেটার তালকা নিচে দেওয়া হল:

  • ০০-১০০ সিসির জন্য ২,১২৮ টাকা মালিকানা ফি দিতে হয়। আর ১০০-২০০ সিসির জন্য ২৬৬৫ টাকা।
  • ০০-২০০ সিসির জন্য ২,২৬০ টাকা দিতে হয় ডিজিটাল নাম্বার প্লেট এত জন্য।
  • ০০-২০০ সিসির জন্য ৫৫৫ টাকা দিতে হয় ডিজিটাল ব্লু বুক এর জন্য।
  • এরপর ০০-২০০ সিসির জন্য প্রতিলিপি ফি বাবদ আরও ৩৪৫ টাকা দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *