Others

বেস্ট কার রেসিং মুভি ০১ – Ford V Ferrari Bangla Subtitle Download

কার রেসিং মুভি ০১ Ford V Ferrari Bangla Subtitle Download

It’s no secret that car enthusiasts are always trying to find the next best thing. It is also no secret that Ford has been in the industry for a long time and it seems like they’ve finally made something worth talking about with their new Ford GT.  A new movie, Ford v Ferrari, is set to be released on november,15th. If you’re looking into a review of this movie, then keep reading!

  • মুভি: ফোর্ড ভার্সাস ফেরারি
  • ক্যাটাগরিঃ অ্যাকশন, বায়োগ্রাফি, ড্রামা
  • রান টাইমঃ ১৫২ মিনিট
  • পরিচালকঃ জেমস ম্যাঙ্গল্ড
  • স্টরি লেখকঃ জেজ বাটারওয়ার্থ, জন হেনরি বাটারওয়ার্থ
  • ভাষাঃ ইংলিশ
  • বাংলা সাবটাইটেল অনুবাদকঃ Subtitle Hut & Mohosin Alom Roni
  • মুক্তির তারিখঃ ১৫ নভেম্বর ২০১৯
  • IMDB রেটিংঃ ৮.৩/১০
  • Rotten Tommatoes- 92%
  • Metacritic- 81%
  • Personal Rating- 9/10

Ford V Ferrari বেস্ট কার রেসিং মুভি রিভিউঃ

যখন রিভিউটি লিখছি তখনকার সময়ে Ford V Ferrari বক্স অফিসে ২০০ মিলিয়ন অতিক্রম করেছে। এটা আমার দেখা একটা বেস্ট কার রেসিং মুভি।

Ford এবং Ferrari এই দুইটা নামের সাথে আমরা সবাই প্রায় পরিচিত। এতো পরিচিত জিনিষ নিয়ে মুভি বানানো ছিলো মুভির সাথে জড়িত সকলের জন্যই একটি কষ্টসাধ্য ব্যাপার। তবে তাদের এই কষ্ট যদি সাফল্যের মুখ দেখতে পায় তাহলে আর আনন্দের সীমা থাকে না।

কার লাভার যারা আছেন তারা নিশ্চই Carroll Shelby কে চিনেন।তিনি সর্বকালের সেরা কার ডিজাইনারদের মধ্যে একজন। মুভিটি সেই Carroll Shelby এবং Ken miles এর Ferrari কে 24 hours le mans racing championship এ হারানো নিয়ে।

মুভিতে Ken Miles চরিত্রে Christian Bale এবং Carroll Shelby চরিত্রে Matt Damon অভিনয় করেছেন।তবে তাদের আগে মুভিতে Tom cruise এবং Brad pitt এর অভিনয় করার কথা ছিল।এই বছর এইরকম ফ্রেন্ডশিপ মুভি দেখলাম দুইটা। একটা Once upon a time in hollywood আর তারপর এই Ford v Ferrari। তবে Ford v Ferrari তে bale আর Damon এর জুটি ছিল দারুণ। সবার অভিনয় ছিল ভাল। পুরো মুভিতে bale এর অভিনয় ভাল লাগলেও একবারে লাস্ট সীনে damon এর অভিনয় ছিল ব্যাপক।

মুভির মনোমুগ্ধকর একটি লাইন –

There’s a point, seven thousand RPM, where everything fades. The machine becomes weightless, it just disappears. And all that’s left is a body moving through space and time. Seven thousand RPM, that’s where you meet it. It creeps up near you, and it asks you a question. The only question that really matters. Who are you? — Carroll Shelby

ডিরেক্টর James Mangold এর ডিরেকশন ছিলো অসাধারণ। মুভির সিনেমাটোগ্রাফিতে ১৯৬০ সালের ছোট ছোট কিছু বিষয় একবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।মুভির ভিএফেক্স ছিলো একবারে ফার্স্ট ক্লাস।

মোটরকার রেসিং নিয়ে সবথেকে সেরা মুভি এটি।মুভিতে পর্যাপ্ত পরিমাণে রেসিং ছিলো।সবকিছুই একবারে পারফেক্ট ছিলো। যেকেউই মুভিটি দেখে মজা পাবে।মুভির শেষের রেসিং ছিলো একবারে শ্বাসরুদ্ধকর।

মুভিটি নিঃসন্দেহে ২০১৯ এর সেরা ১০টি মুভির মধ্যে একটি। মুভিটি দেখার পর রিভিউ না লিখে থাকতে পারলাম না। তাই ছোট হলেও একটি রিভিউ লিখে ফেললাম।

একটি মাস্ট ওয়াচ মুভি মনে হয়েছে আমার কাছে।বিশেষ করে কার লাভারদের জন্য মাস্ট ওয়াচ।

Subtitle Download links:-

1. ডাউনলোড লিংক ০১ (সাবটাইটেল হাট)

2. ডাউনলোড লিংক ০২ (সাবটাইটেল বাই মোহসিন আলম রনি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *